রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু: বাংলাদেশ ওপেন ২০২৫

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)। রোবটিক্সের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবারও বাংলাদেশ দল এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই লক্ষ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে ৪ জুলাই, শুক্রবার, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫-এর কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ দলের জন্য যোগ্য প্রতিযোগী বাছাই ও প্রস্তুতি নিশ্চিত করা হবে। রেজিস্ট্রেশন শুরু হবে আগস্টে, এবং জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। শুক্রবার সকাল ১০টা থেকে বিডিওএসএন-এর ধানমন্ডি কার্যালয়ে ২৬ জন স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। জুলাই ও আগস্ট মাসে তারা সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫-এর জন্য ওয়ার্কশপ ও একটিভেশন প্রোগ্রাম পরিচালনা করবে। এছাড়া, স্বেচ্ছাসেবকরা মার্স রোভার পরিচালনার বাস্তব অভিজ্ঞতাও অর্জন করেছে। আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি) এবারের প্রতিযোগিতার মূল থিম ঘোষণা করেছে ‘স্পেস রোবট’, যার অধীনে শিক্ষার্থীরা মহাকাশের চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট তৈরির চর্চা করবে। এই থিমের ভিত্তিতে আইআরও বাংলাদেশ ওপেনে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। এই প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত: জুনিয়র লো (১ম-৪র্থ শ্রেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শ্রেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। এছাড়া, শিক্ষার্থীদের উৎসাহিত করতে জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হবে, যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত নয়। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এই জাতীয় আয়োজন ‘বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’ নামে পরিচিত ছিল। তবে, আইআরওসি’র নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এটি ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন’ নামে পরিচিত হবে। গত বছর দক্ষিণ কোরিয়ার বুসানে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল ২টি স্বর্ণপদকসহ মোট ১০টি পদক অর্জন করেছে, যার মধ্যে ছিল ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জপদক। এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রমাণের সুযোগ পাবে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi