বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ করলো আলবেনিয়া: দুর্নীতি রোধে ডিয়েলার ভূমিকা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অভাবনীয় উদ্ভাবন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে। এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে আলবেনিয়া এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে। ‘ডিয়েলা’ নামের এই ভার্চ্যুয়াল চ্যাটবট মন্ত্রীকে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি কেনাকাটায় তদারকি এবং দুর্নীতি কমাতে ডিয়েলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছিলেন, দেশটিতে একদিন এআই-নির্ভর ডিজিটাল মন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রী থাকতে পারে। তাঁর সেই ঘোষণার পর এবার তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে তিনি ডিয়েলাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী এদি রামা জানান, “সরকারি ব্যয়ে দুর্নীতি কমাতে ডিয়েলাকে সরকারি ক্রয় কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।”

ডিয়েলা সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সকল চুক্তি পুনর্মূল্যায়ন করবে এবং মূল্যায়ন শেষে অনুমোদন দেবে। এরই মধ্যে আলবেনিয়ার ডিজিটাল সার্ভিসেস পোর্টাল ‘ই-আলবেনিয়া’-এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা প্রদান শুরু করেছে ডিয়েলা। ভয়েস কমান্ডের মাধ্যমে আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ করার কাজেও এটি ভূমিকা রাখছে।

ডিয়েলার এই নিয়োগ শুধু আলবেনিয়ায় নয়, বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে এই এআই মন্ত্রীকে তত্ত্বাবধানের জন্য সরকার কী ধরনের নজরদারি ব্যবস্থা রেখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi