চীনের বিজ্ঞানীরা এক অবিশ্বাস্য গবেষণায় সাফল্য পেয়েছেন, যা মানুষের অঙ্গ পুনর্জন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তারা আবিষ্কার করেছেন এক রহস্যময় ‘জেনেটিক সুইচ’, যা ইঁদুরের কানের ক্ষত পুনর্গঠন করতে সক্ষম। এই গবেষণা বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী *সায়েন্স*-এ প্রকাশিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে, ইঁদুরের কানে ফুটো অংশ কার্টিলেজসহ নতুন করে গজিয়ে উঠেছে—এমন প্রমাণ এর আগে কখনো পাওয়া যায়নি।
বেইজিংয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োলজিকাল সায়েন্সের সহকারী গবেষক ওয়াং ওয়ে এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, “আমরা জানতে চেয়েছিলাম, কেন ইঁদুররা বিবর্তনের পথে তাদের অঙ্গ পুনর্জন্মের ক্ষমতা হারিয়েছে। এর পেছনে নিশ্চয়ই কোনো জৈবিক কারণ রয়েছে।” তিন বছরের অক্লান্ত পরিশ্রমের পর ওয়াং ও তার দল সেই কাঙ্ক্ষিত জিন খুঁজে পান, যা অঙ্গ পুনর্জন্মের মূল চাবিকাঠি।
**সূত্র: সায়েন্স সাময়িকী**

0 Comments:
Post a Comment