গুগল মেসেজেসে নতুন সুবিধা: ‘ডিলিট ফর এভরিওয়ান’ দিয়ে বার্তা মুছে ফেলার সুযোগ

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জনপ্রিয় গুগল মেসেজেস অ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত হয়েছে, যার নাম ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু নিজেদের ফোন থেকে নয়, প্রাপকের ফোন থেকেও পাঠানো বার্তা মুছে ফেলতে পারবেন। এর ফলে ভুল বা বিব্রতকর বার্তা পাঠানোর পর সেটি সহজেই সরানো যাবে। গুগল জানিয়েছে, এই সুবিধা পর্যায়ক্রমে সব দেশে উন্মুক্ত করা হবে।

মাঝেমধ্যে ব্যস্ততা বা অসাবধানতার কারণে পাঠানো বার্তায় বানান ভুল বা গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়, যা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এ সমস্যা সমাধানের জন্য গুগল মেসেজেস অ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি যুক্ত করা হয়েছে। এই সুবিধা ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপক উভয়কেই আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) মেসেজিং প্রোটোকল ব্যবহার করতে হবে।

গত ফেব্রুয়ারিতে মেসেজেস অ্যাপে নতুন কিছু কোড যুক্ত হওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল যে ‘ডিলিট ফর মি’র পাশাপাশি ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা যুক্ত হতে পারে। গত মে মাসে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। গুগল জানায়, বার্তা নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলে ব্যবহারকারীর সামনে ‘ডিলিট ফর মি’ এবং ‘ডিলিট ফর এভরিওয়ান’ নামে দুটি অপশন প্রদর্শিত হবে। ‘ডিলিট ফর এভরিওয়ান’ নির্বাচন করলেই প্রেরক ও প্রাপকের ফোন থেকে বার্তাটি মুছে যাবে।

তবে গুগল সতর্ক করে জানিয়েছে, বার্তা মুছে ফেলার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ, প্রাপক বার্তাটি পড়ে ফেলতে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাই ভুল বার্তা পাঠানোর পর যত দ্রুত সম্ভব তা মুছে ফেলা উচিত।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi