টিকটকের ২০২৫ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ

 
টিকটক সম্প্রতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রতিবেদনে টিকটকের নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ এবং কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্তকরণ ও অপসারণের তথ্য উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশে ভিডিও অপসারণ

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে ৯৯.৬ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে, এবং ৯৭.৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে।

বিশ্বব্যাপী ভিডিও অপসারণ

বিশ্বজুড়ে টিকটক এই সময়ে মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত ও অপসারণ করা হয়েছে। যাচাইয়ের পর ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে। সামগ্রিকভাবে, ৯৯.০ শতাংশ ভিডিও আগেই চিহ্নিত করা হয়েছে এবং ৯৪.৩ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।

অপসারণের কারণ

প্রতিবেদন অনুসারে, অপসারিত ভিডিওগুলোর মধ্যে:

  • ৩০.১ শতাংশ সংবেদনশীল বিষয়বস্তুর কারণে,

  • ১১.৫ শতাংশ নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের কারণে,

  • ১৫.৬ শতাংশ গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে।

এছাড়া, ৪৫.৫ শতাংশ ভিডিও ভুল তথ্য এবং ১৩.৮ শতাংশ ভিডিও এডিট করা বা এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত হয়েছে।

টিকটকের স্বচ্ছতা উদ্যোগ

টিকটক নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে, যেখানে কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে এই প্রতিবেদনের মাধ্যমে কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi