আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে রাজধানীর কলাবাগানে সৃজনশীল পাঠশালা চারুপুথির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য উৎসব। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দিনব্যাপী আয়োজনে শিশুরা আঁকলো রঙিন ছবি, উপভোগ করলো ইনভেন্টরস পাপেটের মজার পাপেট শো এবং অংশ নিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ৫ হাজার ফিট দীর্ঘ কাগজের রোলে শিশুদের হাতে সুন্দরবন, বন্যপ্রাণী ও বাঘের ছবি আঁকা, যা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। এই বছরব্যাপী প্রকল্প আগামী ২০২৬ সালের আন্তর্জাতিক বাঘ দিবসে শেষ হবে।
ঢাকার এই আয়োজনের পর একটি ক্যারাভ্যান ভ্যানে করে এই কাগজের রোল দেশের বিভাগীয় শহরগুলোতে যাত্রা করবে। সেখানে কচিকাঁচারা এই বিশাল শিল্পকর্মে নিজেদের সৃজনশীলতা যোগ করবে। সম্পূর্ণ হলে এই কাজ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জমা দেওয়া হবে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি তুলে ধরবে।
0 Comments:
Post a Comment