আন্তর্জাতিক বাঘ দিবসে কলাবাগানে শিশুদের উৎসবমুখর আয়োজন

আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে রাজধানীর কলাবাগানে সৃজনশীল পাঠশালা চারুপুথির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য উৎসব। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দিনব্যাপী আয়োজনে শিশুরা আঁকলো রঙিন ছবি, উপভোগ করলো ইনভেন্টরস পাপেটের মজার পাপেট শো এবং অংশ নিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ৫ হাজার ফিট দীর্ঘ কাগজের রোলে শিশুদের হাতে সুন্দরবন, বন্যপ্রাণী ও বাঘের ছবি আঁকা, যা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। এই বছরব্যাপী প্রকল্প আগামী ২০২৬ সালের আন্তর্জাতিক বাঘ দিবসে শেষ হবে।

ঢাকার এই আয়োজনের পর একটি ক্যারাভ্যান ভ্যানে করে এই কাগজের রোল দেশের বিভাগীয় শহরগুলোতে যাত্রা করবে। সেখানে কচিকাঁচারা এই বিশাল শিল্পকর্মে নিজেদের সৃজনশীলতা যোগ করবে। সম্পূর্ণ হলে এই কাজ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জমা দেওয়া হবে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি তুলে ধরবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক মনিরুল ইসলাম। তিনি বলেন, “সুন্দরবন আমাদের প্রকৃতির হৃৎপিণ্ড। এর প্রতিটি গাছ, প্রাণী ও বাঘ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী তানভীর হায়দার চৌধুরী এবং কলাবাগান স্পোর্টস ক্লাবের সভাপতি। তারা শিশুদের এই সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানান। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা শিশু থেকে প্রবীণ—সবাইকে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে উৎসাহিত করতে চান। তারা বলেন, “আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ, নিরাপদ ও সমতাভিত্তিক পৃথিবী গড়ে তুলুক।”

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi