নিজেদের তৈরি রোবট নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে নবম শ্রেণির তিন ছাত্র

প্রথম আলো কার্যালয়ে নিজেদের তৈরি রোবটের সঙ্গে রেদওয়ান আবরার, মিনহাজ ইসলাম ও সামিন ইয়াসির সিদ্দিকী (ডানে)

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণির তিন শিক্ষার্থী মানুষের সম্পৃক্ততা ছাড়াই নির্দিষ্ট ঠিকানায় পণ্য সরবরাহ করতে সক্ষম একটি ব্যাটারিচালিত রোবট তৈরি করেছে। ‘ডেলিগো’ নামের এই রোবটটি নিজস্ব চার্জিং স্টেশন থেকে নিজেই চার্জ করতে পারে এবং রাস্তার নির্দিষ্ট লেন ধরে গন্তব্যে পণ্য পৌঁছাতে সক্ষম। গত মে মাসে বিশ্ব উদ্ভাবনী প্রতিযোগিতা ও প্রদর্শনীর (ডব্লিউআইসিই) বাংলাদেশ পর্বে রোবটটির কার্যকারিতা প্রদর্শন করে তারা ইনোভেটিভ সোশ্যাল সায়েন্সেস বিভাগে সিলভার মেডেল জিতেছে। জাতীয় পর্বে বিজয়ী হওয়ায় তারা আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় ডব্লিউআইসিই-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

গত ২৮ জুন তিন নির্মাতা—রেদওয়ান আবরার, সামিন ইয়াসির সিদ্দিকী ও মিনহাজ ইসলাম—তাদের তৈরি ডেলিগো রোবট নিয়ে প্রথম আলো কার্যালয়ে এসেছিল। তারা জানায়, ডেলিগো একটি স্বয়ংক্রিয় রোবট, যা খাবার, মুদিদোকানের পণ্য, পার্সেল এবং জরুরি ওষুধ সরবরাহ করতে পারে, এমনকি জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজেও সহায়তা করতে সক্ষম। রোবটের কারিগরি দিক তুলে ধরে রেদওয়ান আবরার বলেন, “বিশ্ব উদ্ভাবনী প্রতিযোগিতা ও প্রদর্শনী (ডব্লিউআইসিই) একটি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন দেশের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। বাংলাদেশে এই প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে আমাদের দল ‘এসিপিএস’ বিজয়ী হয়ে আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় চূড়ান্ত পর্বে আমরা রোবটটি উপস্থাপন করব। এই প্রতিযোগিতার লক্ষ্য তরুণ উদ্ভাবকদের তাদের ধারণা প্রকাশে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের প্রকল্প প্রদর্শন করবে।” **রোবটের কারিগরি সক্ষমতা**
চার চাকাবিশিষ্ট এই রোবট সোজা পথে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে পারে, তবে আঁকাবাঁকা পথে ৬.৫ থেকে ৭ কিলোমিটার গতিতে চলে। জিপিএস, ক্যামেরা এবং ২০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির সাহায্যে এটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। ওটিপি এবং কার্ড সুইপের মাধ্যমে ক্রেতাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম এই রোবট ১ ফুট বাই ১ ফুট আকারের বক্স বহন করতে পারে। রোবটটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi