
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণির তিন শিক্ষার্থী মানুষের সম্পৃক্ততা ছাড়াই নির্দিষ্ট ঠিকানায় পণ্য সরবরাহ করতে সক্ষম একটি ব্যাটারিচালিত রোবট তৈরি করেছে। ‘ডেলিগো’ নামের এই রোবটটি নিজস্ব চার্জিং স্টেশন থেকে নিজেই চার্জ করতে পারে এবং রাস্তার নির্দিষ্ট লেন ধরে গন্তব্যে পণ্য পৌঁছাতে সক্ষম। গত মে মাসে বিশ্ব উদ্ভাবনী প্রতিযোগিতা ও প্রদর্শনীর (ডব্লিউআইসিই) বাংলাদেশ পর্বে রোবটটির কার্যকারিতা প্রদর্শন করে তারা ইনোভেটিভ সোশ্যাল সায়েন্সেস বিভাগে সিলভার মেডেল জিতেছে। জাতীয় পর্বে বিজয়ী হওয়ায় তারা আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় ডব্লিউআইসিই-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
চার চাকাবিশিষ্ট এই রোবট সোজা পথে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে চলতে পারে, তবে আঁকাবাঁকা পথে ৬.৫ থেকে ৭ কিলোমিটার গতিতে চলে। জিপিএস, ক্যামেরা এবং ২০,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির সাহায্যে এটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। ওটিপি এবং কার্ড সুইপের মাধ্যমে ক্রেতাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম এই রোবট ১ ফুট বাই ১ ফুট আকারের বক্স বহন করতে পারে। রোবটটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা।
0 Comments:
Post a Comment