টেকনো স্পার্ক গো ২ স্মার্টফোন: কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে টিভি ও এসি নিয়ন্ত্রণ

টেকনো স্পার্ক গো ২ স্মার্টফোন

টেকনো বাংলাদেশের বাজারে তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন **টেকনো স্পার্ক গো ২** নিয়ে এসেছে। এই ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সুবিধা রয়েছে, যার মাধ্যমে টিভি, এসিসহ বিভিন্ন স্মার্ট যন্ত্র সহজেই নিয়ন্ত্রণ করা যায়। ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে এই ফোন, যার র‍্যাম যথাক্রমে ৩ গিগাবাইট এবং ৪ গিগাবাইট, যা সর্বোচ্চ ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। বুধবার টেকনো বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ গো অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং টি৭২৫০ প্রসেসর রয়েছে, যা একাধিক কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম। ৫,০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত ফোনটির পেছনে ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফির জন্য ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা কম আলোতেও উন্নতমানের ছবি তুলতে পারে। ডিটিএস সাউন্ড সিস্টেমের ডুয়াল স্পিকারযুক্ত এই ফোনে এআই জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এআই রাইটিং, এবং ইমেজ টু ডকুমেন্ট কনভার্শনের মতো অসংখ্য এআই সুবিধা রয়েছে। এর ফলে ইন্টারনেটে তথ্য খোঁজা এবং স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও সম্পাদনা করা সহজ হয়েছে। ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ওটিজি কানেকটিভিটি সুবিধাও রয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi