টিকটকে নতুন ফিচার: ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুবিধা চালু

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এখন শুধু ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম নয়, বন্ধুদের সঙ্গে আরও সহজে যোগাযোগের জন্য নতুন ফিচার চালু করেছে। এবার ব্যবহারকারীরা সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠাতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ জানিয়েছে, এই নতুন ফিচারটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে এটি কেবল সেই অ্যাকাউন্টগুলোর জন্য প্রযোজ্য, যেখানে ডিরেক্ট মেসেজ (ডিএম) সুবিধা আগে থেকেই সক্রিয় আছে।

টিকটকের মুখপাত্র জাশেল জোনস বলেন, “ডিএম ফিচার শুধু ১৬ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। তাই ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর নতুন সুবিধাও কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে।”

নতুন ফিচারের বিবরণ

  • ভয়েস মেসেজ: ব্যবহারকারীরা এখন সরাসরি ভয়েস রেকর্ড করে বন্ধুদের কাছে পাঠাতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে—মাইক্রোফোন আইকন চেপে ধরে রেকর্ডিং শেষে আঙুল ছেড়ে দিলেই মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে যাবে। বাতিল করতে হলে রেকর্ডিং চলাকালীন আইকনটি উপরের দিকে টেনে নিতে হবে।

  • ছবি ও ভিডিও পাঠানো: নতুন আপডেটে একসঙ্গে সর্বোচ্চ ৯টি ছবি বা ভিডিও পাঠানো যাবে। ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ এক মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

টিকটকের লক্ষ্য

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হওয়ার প্রতিযোগিতায় টিকটক এগিয়ে থাকতে চায়। শুধু ভিডিও প্ল্যাটফর্ম নয়, বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ও সহজ যোগাযোগের মাধ্যম হওয়ার লক্ষ্যে ডিএম ফিচারকে আরও উন্নত করছে তারা।

টিকটক ব্যবহারকারীরা এখন শুধু ভিডিও দেখা বা আপলোড করেই নয়, ভয়েস মেসেজ ও ছবি শেয়ারের মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতে পারবেন। তবে এই সুবিধা ধাপে ধাপে চালু হওয়ায় সবাই একসঙ্গে এটি পাবেন না।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi