অ্যাপলের নতুন আইফোন ১৭ উন্মোচন ৯ সেপ্টেম্বর: এআই প্রযুক্তি ও নতুন ডিভাইসের প্রত্যাশা

 প্রতি বছর সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন উন্মোচনের ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। এবারও প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর নতুন মডেলের আইফোন উন্মোচন করা হবে। এই উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে দাওয়াতপত্র পাঠানো হলেও অ্যাপল তাদের ঐতিহ্য অনুযায়ী নতুন আইফোনের মডেল বা প্রযুক্তি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বাজার বিশ্লেষকদের মতে, এবারের অনুষ্ঠানে আইফোন ১৭ সিরিজের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ, আইপ্যাড প্রো এবং ভিশন প্রোর উন্নত সংস্করণ প্রদর্শিত হতে পারে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজনের পরিকল্পনাও তুলে ধরবে অ্যাপল।

এই অনুষ্ঠান প্রযুক্তি অঙ্গনে উৎসাহের পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যেও বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তিতে এগিয়ে থাকলেও অ্যাপল এখনো পিছিয়ে রয়েছে। ফলে এবারের আয়োজনে প্রতিষ্ঠানটির ওপর বাড়তি চাপ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অ্যাপল এই অনুষ্ঠানে একটি পাতলা আইফোন সংস্করণ উন্মোচন করতে পারে, যার নাম হতে পারে ‘আইফোন ১৭ এয়ার’। ব্লুমবার্গ জানিয়েছে, নতুন এন্ট্রি-লেভেল ও হাই-এন্ড অ্যাপল ওয়াচ, উন্নত আইপ্যাড প্রো এবং দ্রুতগতির ভিশন প্রো হেডসেটও এই অনুষ্ঠানে প্রকাশিত হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চাপের মুখে সম্প্রতি অ্যাপল দেশটিতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী চার বছরে প্রতিষ্ঠানটি ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনের একটি অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তর করবে। চীন ও ভারত থেকে উৎপাদিত পণ্যে শুল্ক আরোপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।

৯ সেপ্টেম্বরের এই ইভেন্ট অ্যাপলের ইউটিউব চ্যানেল, অ্যাপলের ওয়েবসাইট এবং অ্যাপল টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। প্রযুক্তিপ্রেমী ও বিনিয়োগকারীদের জন্য এটি হবে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi