Home
তথ্য
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কেন রকেট তৈরি করছে? টয়োটা, হোন্ডা, গিলি ও হুন্দাইয়ের মহাকাশ অভিযান
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কেন রকেট তৈরি করছে? টয়োটা, হোন্ডা, গিলি ও হুন্দাইয়ের মহাকাশ অভিযান
Written by DhakaGate Desk July 12, 2025 0
বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, যেমন টয়োটা, হোন্ডা, গিলি ও হুন্দাই, মহাকাশ অভিযানের জন্য রকেট তৈরি শুরু করেছে। এই প্রতিষ্ঠানগুলো তাদের প্রকৌশল, উৎপাদন ও অটোমেশন দক্ষতা কাজে লাগিয়ে ক্রমবর্ধমান মহাকাশ অর্থনীতিতে অংশ নিচ্ছে। তাদের লক্ষ্য কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নতুন আয়ের উৎস সৃষ্টি।**হোন্ডার পুনর্ব্যবহারযোগ্য রকেটে সাফল্য** জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা পুনর্ব্যবহারযোগ্য রকেট সফলভাবে উৎক্ষেপণ ও অবতরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। গত মাসে হোক্কাইডোর তাইকি উৎক্ষেপণ কেন্দ্র থেকে হোন্ডার গবেষণা ও উন্নয়ন শাখা এই রকেট পরীক্ষা করে। হোন্ডার তথ্যমতে, ৬.৩ মিটার লম্বা এবং ১,৩১২ কেজি ওজনের এই রকেট নির্ভুলভাবে নির্দিষ্ট স্থানে অবতরণ করেছে। রকেট উৎক্ষেপণের পাশাপাশি ভবিষ্যতে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনাও রয়েছে হোন্ডার। **টয়োটার মহাকাশ পরিকল্পনা** জাপানের বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটা তাদের সহযোগী সংস্থা ওভেন বাই টয়োটার মাধ্যমে মহাকাশ খাতে প্রভাব বিস্তার করতে চায়। প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা তৈরির কাজ শুরু করেছে। এছাড়া, চাঁদে অভিযানের জন্য ‘লুনার ক্রুজার’ নামে একটি ক্রুড মুন রোভারও তৈরি করেছে টয়োটা। **গিলি ও হুন্দাইয়ের মহাকাশ উদ্যোগ** চীনের গাড়ি নির্মাতা গিলি, যারা ভলভো ও লোটাস ব্র্যান্ডের নিয়ন্ত্রক, তাদের সহযোগী সংস্থা জিস্পেসের মাধ্যমে স্যাটেলাইট তৈরি করছে। অন্যদিকে, হুন্দাই ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ করছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মহাকাশে প্রবেশ ঐতিহ্যবাহী গাড়ি বাজারের বাইরে বৈচিত্র্য আনার প্রয়াসকে নির্দেশ করে, যা স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ অনুসন্ধান প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment