
জিমেইলের ইনবক্স ব্যবস্থাপনাকে আরও সহজ করতে গুগল নতুন একটি সুবিধা চালু করেছে, যার নাম ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের ই-মেইল সেবার সাবস্ক্রিপশন গ্রহণ করেন। কিন্তু প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে প্রচারণামূলক বা বিজ্ঞাপনের ই-মেইল নিয়মিত পাঠানোর কারণে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে সমস্যা হয়। এই নতুন সুবিধার মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা তাঁদের সক্রিয় সাবস্ক্রিপশনের ই-মেইল ঠিকানাগুলো এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন এবং কোন প্রতিষ্ঠান কতগুলো ই-মেইল পাঠিয়েছে তা সহজেই জানতে পারবেন। ফলে অপ্রয়োজনীয় ই-মেইল পাঠানো প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন বাতিল করা যাবে।
0 Comments:
Post a Comment