জিমেইলের ইনবক্স ব্যবস্থাপনায় নতুন সুবিধা চালু করেছে গুগল

জিমেইলের ইনবক্স ব্যবস্থাপনায় নতুন সুবিধা চালু করেছে গুগল

জিমেইলের ইনবক্স ব্যবস্থাপনাকে আরও সহজ করতে গুগল নতুন একটি সুবিধা চালু করেছে, যার নাম ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের ই-মেইল সেবার সাবস্ক্রিপশন গ্রহণ করেন। কিন্তু প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে প্রচারণামূলক বা বিজ্ঞাপনের ই-মেইল নিয়মিত পাঠানোর কারণে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে সমস্যা হয়। এই নতুন সুবিধার মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা তাঁদের সক্রিয় সাবস্ক্রিপশনের ই-মেইল ঠিকানাগুলো এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন এবং কোন প্রতিষ্ঠান কতগুলো ই-মেইল পাঠিয়েছে তা সহজেই জানতে পারবেন। ফলে অপ্রয়োজনীয় ই-মেইল পাঠানো প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন বাতিল করা যাবে।

গুগলের তথ্য অনুযায়ী, এই সুবিধার ফলে ব্যবহারকারীরা ইনবক্সে জমে থাকা অপ্রয়োজনীয় বার্তা দ্রুত এবং ঝামেলাহীনভাবে শনাক্ত ও মুছে ফেলতে পারবেন। প্রেরকের নামের ওপর ক্লিক করলেই তাদের পাঠানো ই-মেইলের পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে। এছাড়া, তালিকা থেকে সরাসরি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন বাতিল করা সম্ভব, অর্থাৎ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে না গিয়েও জিমেইলের মাধ্যমে সাবস্ক্রিপশন বাতিলের সুযোগ পাওয়া যাবে। এই সুবিধা ব্যবহার করতে জিমেইলের বাঁ পাশের মেনু থেকে ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’ অপশন নির্বাচন করতে হবে। গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সুবিধা ধাপে ধাপে চালু হবে। জিমেইলের পাশাপাশি গুগল ওয়ার্কস্পেস এবং ওয়ার্কস্পেস ইন্ডিভিজ্যুয়ালেও এটি ব্যবহার করা যাবে। এছাড়া, সম্প্রতি গুগল জিমেইলে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বড় ই-মেইলের সারসংক্ষেপ জানার সুবিধা চালু করেছে। এর ফলে ই-মেইলের শুরুতেই একটি সামারি কার্ডে মূল বিষয়গুলো সংক্ষেপে দেখা যায়, যা পুরো ই-মেইল না পড়েই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়ক। তবে এই সুবিধা এখনো সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi