পৃথিবী সূর্যের চারপাশে এবং নিজের অক্ষে নির্দিষ্ট গতিতে ঘুরছে—এটি সবারই জানা। কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৫ সালের জুলাই ও আগস্ট মাসে তিনটি দিনে পৃথিবীর ঘূর্ণন গতি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যেতে পারে। এর ফলে ৯ জুলাই, ২২ জুলাই এবং ৫ আগস্ট দিনের দৈর্ঘ্য মিলিসেকেন্ডের হিসেবে কিছুটা কমবে। উদাহরণস্বরূপ, ৫ আগস্ট দিনের সময় ১.৫১ মিলিসেকেন্ড কম হবে বলে জানিয়েছে এনডিটিভি।
বর্তমানে পৃথিবী তার অক্ষে বছরে ৩৬৫ বারের বেশি ঘুরছে। গবেষণা বলছে, অতীতে সূর্যের চারপাশে একটি পূর্ণ প্রদক্ষিণে পৃথিবীর ৩৭২ থেকে ৪৯০ দিন সময় লাগত। পৃথিবীর ঘূর্ণন গতি বিভিন্ন কারণে প্রভাবিত হতে পারে। হিমবাহ গলে যাওয়া, ভরের পরিবর্তন, এল নিনো ও লা নিনার মতো প্রাকৃতিক ঘটনা এই গতিকে প্রভাবিত করতে পারে। মস্কো স্টেট ইউনিভার্সিটির ঘূর্ণন বিশেষজ্ঞ লিওনিড জোটভ জানিয়েছেন, এই গতি বৃদ্ধির পেছনের সঠিক কারণ এখনো অজানা। তবে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন, পৃথিবীর অভ্যন্তরে ঘটা কোনো ঘটনা এর জন্য দায়ী হতে পারে। মহাসাগর ও বায়ুমণ্ডলীয় মডেল এই পরিবর্তনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারছে না। উল্লেখ্য, ২০২৫ সালে সবচেয়ে কম দৈর্ঘ্যের দিনে চাঁদ পৃথিবীর বিষুবরেখা থেকে সর্বোচ্চ দূরত্বের কাছাকাছি অবস্থান করবে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর দ্রুত ঘূর্ণনের কারণে বিশ্বব্যাপী সময় সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর জেরে ২০২৯ সালে প্রথমবারের মতো একটি লিপ সেকেন্ড কমানোর সম্ভাবনা রয়েছে।পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ছে: জুলাই ও আগস্টে তিন দিন কমবে দিনের দৈর্ঘ্য
Written by DhakaGate Desk July 05, 2025 0
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment