মাইক্রোসফটে ফের বড় ধরনের ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৯ হাজার কর্মী!

তথ্য-প্রযুক্তি খাত, যেটি একসময় কর্মসংস্থানের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, সেই খাতেই এখন ছাঁটাইয়ের অভিশাপ পিছু ছাড়ছে না। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো একের পর এক কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছে। এই তালিকায় অন্যতম নাম মাইক্রোসফট। চলতি বছরের শুরুতে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার আরও বড় পরিসরে ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।

সূত্রের খবর, মাইক্রোসফট এবার প্রায় ৯ হাজার ১০০ জন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৪ শতাংশ। ২০২৩ সালের পর এটিই হবে মাইক্রোসফটের সবচেয়ে বড় ছাঁটাই। তবে এ বিষয়ে এখনো কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

**বিক্রয় বিভাগে সবচেয়ে বেশি আঘাত** জানা গেছে, এবারের ছাঁটাইয়ের ঝড় সবচেয়ে বেশি আঘাত হানবে মাইক্রোসফটের বিক্রয় বিভাগে (সেলস টিম)। এই বিভাগের কর্মীদের বড় অংশই চাকরি হারাতে যাচ্ছেন। বর্তমানে বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ২৪ হাজার। এর আগে ২০২২ সালে দুই দফায় এবং ২০২৩ সালে এক দফায় ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। **প্রযুক্তি খাতে অব্যাহত ছাঁটাই** কোভিড-১৯ পরবর্তী সময়ে বিশ্বের অনেক নামী প্রযুক্তি সংস্থাই খরচ কমানোর কৌশল হিসেবে কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকেছে। মাইক্রোসফটের এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতে চলমান এই প্রবণতারই একটি অংশ। তবে এই ছাঁটাইয়ের ফলে হাজার হাজার কর্মীর জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাইক্রোসফটের এই পদক্ষেপ নিয়ে কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আগামী দিনে কোম্পানিটি এ বিষয়ে কী ঘোষণা দেয়, সেদিকে নজর রাখছে সবাই।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi