তথ্য-প্রযুক্তি খাত, যেটি একসময় কর্মসংস্থানের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, সেই খাতেই এখন ছাঁটাইয়ের অভিশাপ পিছু ছাড়ছে না। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো একের পর এক কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছে। এই তালিকায় অন্যতম নাম মাইক্রোসফট। চলতি বছরের শুরুতে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার আরও বড় পরিসরে ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি।
সূত্রের খবর, মাইক্রোসফট এবার প্রায় ৯ হাজার ১০০ জন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় ৪ শতাংশ। ২০২৩ সালের পর এটিই হবে মাইক্রোসফটের সবচেয়ে বড় ছাঁটাই। তবে এ বিষয়ে এখনো কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

0 Comments:
Post a Comment