রিউমর স্ক্যানার জানায়, প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা বের করার জন্য প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত কৌশলগুলো বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে অকার্যকর বলে প্রমাণিত হয়েছে। ফেসবুকের হেল্প সেন্টারে স্পষ্টভাবে বলা হয়েছে, “ফেসবুক ব্যবহারকারীদের তাদের প্রোফাইল কে দেখছে তা ট্র্যাক করার সুবিধা দেয় না। এমনকি থার্ড পার্টি অ্যাপগুলোও এই কার্যকারিতা প্রদান করতে পারে না।”
২০১৬ সালের ৮ মে একটি শীর্ষ দৈনিকের অনলাইন সংস্করণে ‘জানতে চান কে দেখল আপনার ফেসবুক প্রোফাইল?’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও, ২০২২ সালে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক প্রতিবেদনে এই দাবিকে মিথ্যা হিসেবে শনাক্ত করা হয়।
সুতরাং, গোপনে ফেসবুক প্রোফাইল ভিজিটকারী ব্যক্তিকে শনাক্ত করার কোনো উপায় নেই। এ ধরনের দাবি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। ব্যবহারকারীদের এই ধরনের তথ্যের উপর নির্ভর না করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
0 Comments:
Post a Comment