ফেসবুকে কনটেন্ট চুরির কারণে আয়ের সুযোগ বন্ধের ঝুঁকি


প্রযুক্তি ডেস্ক: ফেসবুকে মূল নির্মাতাদের কনটেন্টকে অগ্রাধিকার দিতে এবং স্প্যাম কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে মেটা। অন্যের তৈরি ভিডিও, ছবি বা লেখা চুরি করে নিজের নামে পোস্ট করা ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

গত সোমবার এক ঘোষণায় মেটা জানিয়েছে, যারা নিয়মিত অন্যের তৈরি কনটেন্ট হুবহু কপি করে পোস্ট করেন, তাদের ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বাদ দেওয়া হবে। এছাড়া, এসব অ্যাকাউন্টের কনটেন্টের বিস্তার বা রিচও কমিয়ে দেওয়া হবে। মেটার তথ্য অনুযায়ী, একই ভিডিও বা মিম বারবার ফিডে প্রকাশিত হচ্ছে, কখনো মূল নির্মাতার কৃতিত্ব না দিয়ে, আবার কখনো স্প্যাম অ্যাকাউন্টের মাধ্যমে। এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা একঘেয়ে হয়ে পড়ে এবং নতুন নির্মাতারা দর্শকদের কাছে পৌঁছাতে বাধার সম্মুখীন হন। ফেসবুকের অ্যালগরিদম এখন এমনভাবে কাজ করে যে, কোনো কনটেন্ট অন্যের তৈরি এবং পুনঃপ্রকাশিত হলে তা শনাক্ত করে এবং ওই পোস্টগুলোর রিচ কমিয়ে দেয়। এতে মূল নির্মাতার দর্শক কেড়ে নেওয়ার সম্ভাবনা হ্রাস পায়। মূল নির্মাতাদের যথাযথ কৃতিত্ব দেওয়ার জন্য মেটা নতুন কিছু সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করছে। এর মাধ্যমে কপি করা ভিডিওর সঙ্গে মূল ভিডিওর লিংক যুক্ত থাকবে, যাতে দর্শকরা সরাসরি মূল কনটেন্ট দেখতে পারেন। মেটা আরও জানিয়েছে, যেসব নির্মাতা অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে নিজস্ব ভাবনা, সম্পাদনা, ভয়েসওভার বা মন্তব্য যুক্ত করেন, তাদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে, নির্মাতাদের অন্যের কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে অর্থবহ সম্পাদনা বা নিজস্ব অবদান যুক্ত করার পরামর্শ দিয়েছে মেটা। এই পদক্ষেপের ফলে ফেসবুকে কনটেন্ট চুরির মাধ্যমে আয়ের সুযোগ বন্ধ হতে পারে, এবং মূল নির্মাতারা তাদের কাজের জন্য যথাযথ স্বীকৃতি ও দর্শক পাবেন বলে আশা করা হচ্ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi