হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে স্ট্যাটাস বিজ্ঞাপন ও প্রমোটেড চ্যানেল

 হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি অনেকেই নিয়মিত স্ট্যাটাস আপডেট দেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজের মতো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া এই স্ট্যাটাস ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। এবার নিজেদের আয় বাড়াতে হোয়াটসঅ্যাপে ‘স্ট্যাটাস বিজ্ঞাপন’ ও ‘প্রমোটেড চ্যানেল’ নামে দুটি নতুন সুবিধা যুক্ত করছে মেটা।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ইতোমধ্যে এই দুটি সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে সীমিত সংখ্যক ব্যবহারকারী এখন এগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ‘স্ট্যাটাস বিজ্ঞাপন’ সুবিধার মাধ্যমে বন্ধু বা পরিচিতজনের স্ট্যাটাসের মাঝে বিভিন্ন কনটেন্টের বিজ্ঞাপন দেখা যাবে। প্রতিটি বিজ্ঞাপন ‘স্পনসরড’ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত থাকবে, যাতে ব্যক্তিগত ও প্রচারমূলক স্ট্যাটাসের পার্থক্য সহজেই বোঝা যায়।

অন্যদিকে, ‘প্রমোটেড চ্যানেল’ সুবিধা হোয়াটসঅ্যাপের পাবলিক চ্যানেলগুলোকে ব্যবহারকারীদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সহায়তা করবে। যেসব ব্যবসা বা কনটেন্ট নির্মাতারা অর্থ ব্যয় করে তাঁদের চ্যানেল প্রমোট করবেন, তাঁদের চ্যানেল হোয়াটসঅ্যাপ ডিরেক্টরিতে শীর্ষে প্রদর্শিত হবে এবং ‘স্পনসরড’ ট্যাগযুক্ত থাকবে। এর ফলে চ্যানেলগুলো দ্রুত ও সহজে ব্যাপক প্রচারণার সুযোগ পাবে।

ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ দূর করতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলো শুধু স্ট্যাটাস ও চ্যানেলের মতো পাবলিক অংশে সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিগত বার্তা বা চ্যাটের মধ্যে কোনো বিজ্ঞাপন প্রদর্শিত হবে না।

মেটার এই উদ্যোগ হোয়াটসঅ্যাপের ব্যবসায়িক সম্ভাবনাকে আরও প্রসারিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে, তবে ব্যবহারকারীদের অভিজ্ঞতার ওপর এর প্রভাব কী হবে, তা দেখার বিষয়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi