অনার প্যাড এক্স৭: বাংলাদেশে নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট, দাম ১২,৯৯৯ টাকা

 অনার বাংলাদেশ দেশের বাজারে নিয়ে এসেছে নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট ‘অনার প্যাড এক্স৭’। এই কমপ্যাক্ট ট্যাবলেট কম্পিউটারে রয়েছে ৭,০২০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। এছাড়া, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধার কারণে এটি দ্রুত চার্জ করা যায় এবং পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা সম্ভব। ফলে এই ট্যাবলেট দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যায়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮.৭ ইঞ্চি পর্দার এই ট্যাবলেটের রিফ্রেশ রেট ৯০ হার্টজ, যা উচ্চমানের ছবি ও ভিডিও দেখার জন্য আদর্শ। স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরে চালিত এই ট্যাবলেটে চোখের সুরক্ষার জন্য একাধিক বিল্ট-ইন ফিচার রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারেও চোখের ক্ষতি প্রতিরোধ করে।

ট্যাবলেটটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফির জন্য সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মাধ্যমে ছবি তোলা, ভিডিও ধারণ এবং বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা যায়। এই ট্যাবলেট কম্পিউটারের দাম নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi