ইসলামাবাদ, ০৮ জুলাই ২০২৫, কালবেলা ডেস্ক: পাকিস্তানে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট প্রকাশের অভিযোগে ২৭টি স্বনামধন্য ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির একটি স্থানীয় আদালত। মঙ্গলবার (০৮ জুলাই) জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস শাহ ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন। আদালতের আদেশে বলা হয়, এফআইএর সাইবার ক্রাইম উইং গত ২ জুন থেকে তদন্ত শুরু করে। তদন্তে দেখা গেছে, এই চ্যানেলগুলো প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা) ও অন্যান্য আইন লঙ্ঘন করে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট প্রকাশ ও প্রচার করছে। আদালতের তথ্য ও প্রমাণ পর্যালোচনার পর এই চ্যানেলগুলোর কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আদেশে গুগল এলএলসির (ইউটিউব) সিকিউরিটি বিভাগের প্রধান বা রেকর্ড তত্ত্বাবধায়ককে এই ২৭টি চ্যানেল বন্ধ বা কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বিতর্কিত পেকা (সংশোধনী) আইন ২০২৫ পাস হয়। এই আইনে ভুল ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, নতুন নিয়ন্ত্রক ও তদন্ত সংস্থা গঠন এবং শাস্তি বাড়ানোর বিধান রাখা হয়েছে। তবে এই আইনের বিরুদ্ধে বিরোধী দল ও সাংবাদিকদের যৌথ কর্মসূচি কমিটি (জেএসি) তীব্র প্রতিবাদ জানিয়েছে। মানবাধিকার কমিশন অব পাকিস্তান (এইচআরসিপি) এই আইনকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে এটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে।
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment