ফ্যানের গতি কমালেই বিদ্যুত খরচ কমে? জানুন আসল সত্য

 গরমকালে সিলিং ফ্যান ছাড়া ঘরে থাকা কঠিন। অনেকেই মনে করেন, ফ্যানের গতি কমিয়ে দিলে বিদ্যুত বিল কমবে। রেগুলেটরের স্কেল ৫ থেকে ৩ বা ২-এ নামালেই খরচ কমে যাবে—এমন ধারণা বহু মানুষের। কিন্তু এটা কি সত্যি? চলুন জেনে নিই ফ্যানের গতি কমানোর সঙ্গে বিদ্যুত খরচের সম্পর্ক।

ফ্যান কীভাবে কাজ করে?

সাধারণ সিলিং ফ্যান একটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চলে। রেগুলেটর ব্যবহার করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। রেগুলেটর মূলত ভোল্টেজ কমিয়ে মোটরের গতি নিয়ন্ত্রণ করে। তাই গতি কমলে মনে হয় বিদ্যুত খরচও কমছে। কিন্তু আসল সত্যটা ভিন্ন।

গতি কমালেই বিদ্যুত খরচ কমে না

বিশেষজ্ঞরা জানান, সাধারণ রেগুলেটর বিদ্যুত সাশ্রয় করে না। এটি শুধু ফ্যানের মোটরের গতি কমায়। ফলে ফ্যান ৫-এ চলুক বা ২-এ, বিদ্যুত খরচ প্রায় একই থাকে। এমনকি রেগুলেটর নিজেও সামান্য বিদ্যুত খরচ করে। তাই গতি কমিয়ে বিদ্যুত বাঁচানোর ধারণা ভুল।

কীভাবে বিদ্যুত খরচ কমাবেন?

বিদ্যুত সাশ্রয়ের জন্য ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করা কার্যকর। এই রেগুলেটরগুলো স্মার্ট প্রযুক্তিতে ফ্যানের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিদ্যুত খরচও কমায়। যদিও এর দাম সাধারণ রেগুলেটরের তুলনায় কিছুটা বেশি, দীর্ঘমেয়াদে এটি বিদ্যুত বিল উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক। ইলেকট্রনিক রেগুলেটর বর্তমানে প্রায় সব ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায়।

ফ্যানের গতি কমিয়ে বিদ্যুত বাঁচানোর ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি। বিদ্যুত বিল কমাতে চাইলে সাধারণ রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহারই হবে সবচেয়ে কার্যকর সমাধান। এটি কেবল বিদ্যুত সাশ্রয়ই নয়, আপনার পকেটেরও খেয়াল রাখবে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi