স্মার্টওয়াচ এখন আর শুধু সময় দেখার যন্ত্র নয়, এটি এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। স্বাস্থ্য পর্যবেক্ষণ, ঘুমের তথ্য, পানি পানের পরিমাণ, হাঁটার দূরত্ব, হার্ট রেট মনিটরিং থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস—সবকিছুই জানিয়ে দেয় একটি স্মার্টওয়াচ। তবে এই সকল সুবিধা পেতে হলে দীর্ঘ ব্যাটারি লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাহিদা মেটাতে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ে বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টওয়াচ—হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ এবং ওয়াচ ফিট ৪ প্রো। হুয়াওয়ের দাবি, এই স্মার্টওয়াচ একবার পূর্ণ চার্জে প্রায় ১০ দিন চলবে এবং এতে রয়েছে অত্যাধুনিক জিপিএস সুবিধা।
সূত্র: গ্যাজেট ৩৬০

0 Comments:
Post a Comment