টিকটক কিনতে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প, চুক্তি প্রায় চূড়ান্ত

নিউইয়র্ক, ৫ জুলাই ২০২৫: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মালিকানা পেতে চলতি সপ্তাহে চীনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এ বিষয়ে চুক্তি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমনকি আলোচনার জন্য তিনি নিজে চীন সফর করতে পারেন অথবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে আসতে পারেন।

শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “সোমবার বা মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং বা তার কোনো প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে আলোচনা করব। আমাদের চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।”

ট্রাম্প জানান, গত মাসে তিনি শি জিনপিংয়ের সঙ্গে পরস্পরের দেশে সফরের আমন্ত্রণ বিনিময় করেছেন। এ ছাড়া, তিনি টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বিক্রির জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। তিনি বলেন, “এই চুক্তির জন্য চীনের সম্মতি প্রয়োজন।” চুক্তি নিয়ে বেইজিংয়ের ওপর কতটা ভরসা রয়েছে, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি খুব একটা আত্মবিশ্বাসী নই, তবে প্রেসিডেন্ট শির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এই চুক্তি চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই লাভজনক।” গত জুনে ট্রাম্প তৃতীয় দফায় নির্বাহী আদেশ জারি করে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের সময় বাড়ান। এর ফলে বাইটড্যান্সের হাতে যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বিক্রির জন্য আরও ৯০ দিন সময় রয়েছে। অন্যথায়, টিকটক মার্কিন বাজারে নিষিদ্ধ হবে। এর আগে চলতি বসন্তে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে একটি নতুন মার্কিন প্রতিষ্ঠানে রূপান্তরের আলোচনা চলছিল, যেখানে নিয়ন্ত্রণ ও মালিকানা মার্কিন বিনিয়োগকারীদের হাতে থাকার কথা ছিল। কিন্তু ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় বেইজিং এই পরিকল্পনায় আপত্তি জানায়, এবং আলোচনা স্থগিত হয়ে যায়।
**সূত্র: দ্য গার্ডিয়ান**

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi