নিউইয়র্ক, ৫ জুলাই ২০২৫: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মালিকানা পেতে চলতি সপ্তাহে চীনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এ বিষয়ে চুক্তি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমনকি আলোচনার জন্য তিনি নিজে চীন সফর করতে পারেন অথবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে আসতে পারেন।
শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “সোমবার বা মঙ্গলবার প্রেসিডেন্ট শি জিনপিং বা তার কোনো প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে আলোচনা করব। আমাদের চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।”
**সূত্র: দ্য গার্ডিয়ান**

0 Comments:
Post a Comment